উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মাঝ আকাশে হেলিকপ্টার দুর্ঘটনা থেকে বরাত জোরে পেলেন রক্ষা। আজ রবিবার সকালে উড়ানের পরেই মাঝ আকাশ থেকে তড়িঘড়ি নামিয়ে আনা হয় হেলিকপ্টার।
জানা গেছে মাঝ আকাশে একটি পাখি আচমকাই চলে আসে হেলি কপ্টারের সামনে। সেই পাখির দানার ঝাপটায় উড়ানে শুরু হয়ে যায় সমস্যা। আর সেই কারণে কোনোরকম ঝুঁকি না নিয়ে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই যোগী আদিত্যনাথ ও বাকি লোকেরা এখন রয়েছেন সুরক্ষিত। সম্প্রতি সেনা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার কথা আজ রয়ে গেছে সকলের স্মৃতির পাতায়। আর সেই দুর্ঘটনার আশংকা করেই কোনোরকম ঝুঁকি না নিয়ে হেলিকপ্টারটিকে তড়িঘড়ি নিচে নামানো হয়।