SPORTS: ‘বিরাট’ কীর্তি ফাইনালে, মাঠে কোহলির দিকে ছুটে যাওয়া যুবক আদতে কে? জেনেনিন পরিচয়

ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের ম্যাচের সময় মাঠে ঢুকে প্যালেস্তাইন সমর্থনে স্লোগান দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক অস্ট্রেলিয়ান টিকটকার।
মাঠে ঢুকে পড়া যুবকের নাম ওয়েন জনসন। জানা গেছে, তিনি একজন টিকটকার এবং ইনস্টাগ্রামে ‘পাইজামা ম্যান’ নামে একটি পেজ পরিচালনা করেন।
ম্যাচের ১৪তম ওভারে বিরাট কোহলি ব্যাট করছিলেন। সেই সময় মাঠে ঢুকে পড়েন ওয়েন জনসন। তিনি পরনে সাদা টি-শার্ট এবং লাল শর্টস। টি-শার্টে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্তাইন’।
ওয়েন জনসন মাঝ মাঠে ছুটে গিয়ে বিরাট কোহলিকে আলিঙ্গনের চেষ্টা করেন। তবে নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে ধরে ফেলেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওয়েন জনসন জানান, তিনি প্যালেস্তাইনের সমর্থনে সচেতনতা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনি আরও জানান, এর আগেও তিনি একাধিকবার বিভিন্ন খেলার মাঠে ঢুকে পড়েছেন এবং বিভিন্ন বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিয়েছেন।
ওয়েন জনসনকে একদিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
ওয়েন জনসনের বাবা একজন চিনা নাগরিক এবং মা প্যালেস্তিনীয়। তিনি সিডনিতে বসবাস করেন এবং সেখানে একটি সোলার প্যানেল ফার্মে চাকরি করেন।