BigNews: পথ দুর্ঘটনার কবলে পড়লেন রণবীর কাপুর, গাড়ি এসে ধাক্কা মারলো অভিনেতার গাড়িতে

B২০১৯ এর স্মৃতি ফিরলো মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের মতো সংকট দেখা গিয়েছিলো পূর্বেও

আজ শুক্রবার পথ দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড আভিভিনেতা রণবীর কাপুর। আজ রিনি নিজের ছবি ‘শামসেরা’-র তারিখের লঞ্চে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। রাস্তায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি এসে ধাক্কা মারে অভিনেতার গাড়িতে। অভিনেতার শারীরিক অবস্থা এখন কেমন তা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, বলিউড সুপারস্টার রণবীর কাপুর। ২০১৮ সালে তাকে শেষবার দেখা যায় ‘সাঞ্জু’ সিনেমায়। তারপর শাহরুখ, আনুষ্কাদের মতোই তিন বছর চুপচাপ ছিলেন। ২০২২ সালে ফের পর্দায় ফিরেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই মুক্তি পেতে যাচ্ছে রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘শামসেরা’ ছবি।

এর আগে রণবীরের ‘শামসেরা’ সিনেমার লুকের একটি মোশন ভিডিও প্রকাশ করা হয়েছিল। যদিও সেখানে তাকে দেখা যায়নি। ব্যাকগ্রাউন্ডে তার গলায় শোনা যায়, ‘কারাম সে ডাকাত, ধারাম সে আজাদ’। তবে এবার নেট দুনিয়ায় ফাঁস হয়েছে রণবীরের ফাস্ট লুক পোস্টার। যেখানে ভয়ঙ্কর, রূঢ় বেশে দেখা যাচ্ছে তাকে।

যদিও এই পোস্টারের বিষয়ে প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মসের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, ‘শামসেরা’ সিনেমায় রণবীরকে ডাকাতের ভূমিকায় দেখা যাবে।

ইতোমধ্যেই নেট দুনিয়ায় রণবীরের এই ‘শামসেরা’ সিনেমার লুকটি ভাইরাল হয়ে গেছে। তার এমন লুকে মুগ্ধ নেটিজেনরা।

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘শামসেরা’ ছবির পরিচালনা করছেন কারণ মালহোত্রা। জানা গেছে, এই ছবিতে একটি ডাকাত উপজাতির বর্ণনা রয়েছে, যারা ব্রিটিশদের কাছ থেকে নিজেদের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিল।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy