টলিউড বক্সঅফিসে উঠবে ঝড়, এক ছবিতে প্রসেনজিৎ, জিৎ ও দেব! সুখবর দিলেন জিৎ

বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তিন স্তম্ভ প্রসেনজিৎ, জিৎ, এবং দেব। বছরের পর বছর ধরে তারা বাংলা চলচ্চিত্র জগতে রাজত্ব করে আসছেন। কিন্তু এত বছর ধরেও তারা এক ছবিতে একসঙ্গে অভিনয় করেননি।
সম্প্রতি বলিউডের একাধিক সুপারস্টার একে অপরের ছবিতে অভিনয় করে দর্শকদের আকৃষ্ট করেছেন। এই ধারায় চলতে টলিউডেও কি একই ধরনের ট্রেন্ড দেখা যাবে?
এই মুহূর্তে প্রসেনজিৎ মূল ধারার বাণিজ্যিক ছবিতে নিজেকে ধরে রেখেছেন। অন্যদিকে জিৎ এবং দেব ছক ভাঙা ছবিতে অভিনয় করছেন। তাহলে কি তিন সুপারস্টারকে এক ছবিতে দেখা যাবে না?
এই প্রশ্নের উত্তরে জিৎ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, “কয়েকদিন আগে মুম্বই যাওয়ার বিমানে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে দেখা হয়েছিল। কথাও হল আমাদের। উনি এমন একটা ছবির অফার দিয়েছেন। আমার কোনও সমস্যা নেই।”
তবে ক্যামিও না, সমান্তরাল চরিত্রে তিনজনকে একসঙ্গে দেখানো হলে সেটা সবচেয়ে ভালো হবে বলে মনে করেন জিৎ। তিনি বলেন, “তিন জন একসঙ্গে কাজ করতে পারলে আমার তো ভীষণ ভালো লাগবে। আমার অনুমান, দর্শকরাও সেটাই চান। এখন শুধু ভালো গল্পের অপেক্ষায় রয়েছি।”
প্রসঙ্গত, এর আগে ‘দুই পৃথিবী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন দেব এবং জিৎ। অন্যদিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’এ একসঙ্গে দেখা গিয়েছিল প্রসেনজিৎ এবং দেবকে।
তাহলে কি এবার টলিপাড়ার তিন সুপারস্টার এক ছবিতে হাজির হবেন? সেটাই দেখার।