BigNews: মাধ্যমিকের দায়িত্বে আর নয় কল্যাণ, মুখ্যমন্ত্রী মমতা নিলেন বড় সিধান্ত
June 23, 2022

সম্প্রতি কয়লা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হ্প্য়েছে রাজ্য রাজীনীতি। সিবিআই ও ইডির পদক্ষেপে নাভিশ্বাস উঠেছে রাজ্যের আমলা থেকে মন্ত্রীদের। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে চারি হারিয়েছেন ২৬৯ জন। একের পর এক খবরে ক্রমশ চাপে শাসক দলের বিভিন্ন নেতা থেকে আমলা বর্গ।
আর এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা মধ্যশিক্ষা পর্ষদ নিয়ে নিলেন নতুন সিদ্ধান্ত। মাধ্যমিক পরীক্ষা আর পরিচালনা করতে দেখা যাবেনা কল্যাণময় গাঙ্গুলিকে। নিয়োগ বিতর্কের মাঝেই তাকে করা হলো অপসারণ।
তার জায়গায় মধ্যে শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হলেন বারাসত রাষ্ট্রীয় বিদ্যালয়ের অধ্যাপক রামানুজ গাঙ্গুলী। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনূমোদনেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। মধ্যে শিক্ষা পর্ষদ পরিচালনার জন্য ঘোষণা করা হয়েছে ৪ সদস্যের নতুন কমিটি।