OMG! বিষাক্ত সাপ শঙ্খচূড়ের মাথায় চুমু খেলেন যুবক, ভিডিও দেখে চমকে গেলো নেটিজেনরা

সাপ নিয়ে খেলা মানেই সাক্ষাৎ মৃত্যু ডেকে আনা, তাও আবার বিষধর সাপ। যতই পেশাদার খেলোয়াড় হোন না কেন তা সব সময়ই বিপজ্জনক। তারপরও সাপ নিয়ে নিজের সাহস জাহির করেন অনেকেই। সম্প্রতি ইন্দোনেশিয়ার এক ব্যক্তি এমন ঘটনাই ঘটিয়েছেন।

ব্রায়ান বারজিক নামে এক ব্যক্তি একটি ১৫ ফুট শঙ্খচূড়ের মাথায় চুম্বন করছেন, এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শঙ্খচূড়ের মতো বিষধর সাপের মাথায় চুম্বন করে চমকে দিয়েছেন ব্রায়ান। এক বার নয়, দুবার একই কায়দায় চুম্বন করেন সাপটিকে। তবে ব্রায়ান যে কৌশল খাটিয়েছেন তাতে দেখা গেছে তিনি সামনে থেকে সাপের মাথায় চুম্বন করার ঝুঁকি নেননি।

ইনস্টাগ্রামে ব্রায়ান সাপের মাথায় চুম্বনের ভিডিও শেয়ার করে বলেন, আমি বলবো যে, এ ধরনের চেষ্টা কখনো কেউ করবেন না। কিন্তু আমি এ কাজ আবার করবো।

শঙ্খচূড়ের মতো বিষধর সাপের মাথায় চুম্বন করে চমকে দিয়েছেন ব্রায়ান। এক বার নয়, দুবার একই কায়দায় চুম্বন করেন সাপটিকে। তবে ব্রায়ান যে কৌশল খাটিয়েছেন তাতে দেখা গেছে তিনি সামনে থেকে সাপের মাথায় চুম্বন করার ঝুঁকি নেননি।

View this post on Instagram

A post shared by B R I A N B A R C Z Y K (@snakebytestv)

ইনস্টাগ্রামে ব্রায়ান সাপের মাথায় চুম্বনের ভিডিও শেয়ার করে বলেন, আমি বলবো যে, এ ধরনের চেষ্টা কখনো কেউ করবেন না। কিন্তু আমি এ কাজ আবার করবো।