মেনে নেয়নি মেয়ের প্রেমের সম্পর্ক, কিশোরীকে মারধর করে কীটনাশক খাইয়ে দিল বাবা

কেরলের আলুভা জেলায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একই স্কুলে পড়ুয়া স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে তার বাবা তাকে মারধর করে কীটনাশক খাইয়ে দিয়েছেন। ঘটনায় মেয়েটি গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, ১৪ বছরের ওই নাবালিকার স্কুলেরই বছর ষোলোর এক কিশোরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। মেয়েটির বাবা এই সম্পর্ক মেনে নিতে পারেননি। গত বুধবার মেয়েটি বাড়িতে এলে বাবা তার ফোন নিয়ে নেন। তিনি বলেন, যেন ছেলেটির সাথে আর কোনও সম্পর্ক না রাখে। তবে কিশোরী তার বাবার কথা অমান্য করেন।
এরপর শুরু হয় উভয়ের মধ্যে তর্কাতর্কি। অভিযোগ, বাবা তখন মেয়েটিকে বেধড়ক মারধর করেন। এবং বাড়িতে থাকা কীটনাশক খাইয়ে দেন। ঘটনার পর দ্রুত পরিবারের অন্যান্য সদস্যরা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র দিয়ে হামলার অভিযোগে মামলা রুজু হয়েছে।