কলকাতা বিমানবন্দরে চালু হল ‘ডাইরেক্ট ট্রান্সফার ফেসিলিটি’, সুবিধা বাড়ল বিমান যাত্রীদের

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার থেকে চালু হল ‘ডাইরেক্ট ট্রান্সফার ফেসিলিটি’। এটি চালু হওয়ার ফলে অন্তঃদেশীয় বিমান থেকে নেমে আন্তর্জাতিক বিমান ধরতে যাওয়া যাত্রীদের আর বিমানবন্দরের বাইরে বেরিয়ে আবার ভিতরে ঢুকতে হবে না। এতে যাত্রীদের কমপক্ষে ৩০ মিনিট সময় বাঁচবে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।
আগে অন্তঃদেশীয় বিমান থেকে নেমে যাত্রীদের বিমানবন্দরের বাইরে বেরিয়ে ব্যাগ নিয়ে আবার আন্তর্জাতিক টার্মিনালে ঢুকতে হতো। এতে যেমন সময় লাগত, তেমনই ভারী ব্যাগ বহন করে নিয়ে যেতে হতো।
নতুন পরিষেবা চালুর ফলে অন্তঃদেশীয় বিমান থেকে নেমে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে যাত্রীরা আন্তর্জাতিক টার্মিন্যালে প্রবেশ করতে পারবেন। ব্যাগ নিয়ে আলাদা করে বিমানবন্দরের বাইরে বেরিয়ে ফের তাঁদের আন্তর্জাতিক টার্মিন্যালে প্রবেশ করতে হবে না।
কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক বলেন, “আন্তর্জাতিক বিমান ধরার জন্য অন্য রাজ্যের যাত্রীরা কলকাতা বিমানবন্দরে নামেন। এখন তাঁরা নির্দিষ্ট চ্যানেল থেকে নিজেদের লাগেজ ও ব্যাগপত্র তুলে নিতে পারবেন। সেখান থেকে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে আন্তর্জাতিক বিমান টার্মিন্যালের দিকে গিয়ে লিফট বা এক্সেলেটরে ওঠার আগে লাগেজ জমা করে ইমিগ্রেশনের দিকে এগোতে পারবেন।”
এই পরিষেবা চালু হওয়ার ফলে বাগডোগরা, ভুবনেশ্বর, পটনা, রাঁচি, রায়পুর, গুয়াহাটি, ডিব্রুগড়, আগরতলা, ইম্ফল, ডিমাপুর, আইজল, শিলং এবং অন্যান্য শহর থেকে আন্তর্জাতিক বিমান ধরতে যাওয়া যাত্রীরাও সুবিধা পাবেন।