জন্মদিনে শাহরুখের বাড়ির বাইরে হুলুস্থূল, বাদশাহর ভক্তদের পুলিশের লাঠিচার্জ

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৮তম জন্মদিন আগামীকাল ২ নভেম্বর। ১৯৬৫ সালে ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য।

এদিকে প্রতি বছরই বলিউড বাদশাহর জন্মদিন নিয়ে ভক্তদের মাঝে থাকে আকশ সমান উন্মাদনা। এবারও ব্যতিক্রম হয়নি। জন্মদিনের প্রথম প্রহরে শাহরুখের বাড়ি মান্নাতের বাইরে সৃষ্টি হয় জনসমুদ্র। উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছায় যে লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভারতীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যরাতে মান্নাতের সামনে জনতার উচ্ছ্বাস কিছুতেই থামছিল না। বারান্দায় এসে শাহরুখ চিরচেনা সিগনেচার পোজে দুই হাত ছড়াতেই অনুরাগীদের সে কী উল্লাস! শাহরুখ… শাহরুখ.. গগনভেদী চিৎকার। বারান্দায় দাঁড়িয়ে থাকা কিং খানকে দেখতে প্রায় ব্যারিকেট ভেঙে যাওয়ার জোগাড় হয়েছিল।

পরিস্থিতি বিপাকে দেখেই ছুটে আসেন কর্তব্যরত নিরাপত্তারক্ষী থেকে পুলিশেরা। সরে যেতে বললেও থামেননি ভক্তরা। শেষমেশ লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। তবে তাতেও দমে থাকার পাত্র নন অনুরাগীরা। মোবাইল হাতে ক্যামেরাবন্দি করতে থাকে কিং খানের ছবি। আর সেই ভিডিওই বর্তমানে ভাইরাল নেটপাড়ায়।

এদিকে জন্মদিনে চমক দিয়েছেন শাহরুখ। প্রকাশ্যে এসেছে মুক্তিপ্রতিক্ষীত ডানকি ছবির টিজার। তা দেখতে ইউটিউবে হুমড়ি খেয়ে পড়েছেন অনুরাগীরা।