TIPS: যা করলে শত চেষ্টার পরেও হ্যাক হবে না অ্যাকাউন্ট, শিখেনিন পদ্ধতি

ভালো পাসওয়ার্ড সেটআপ করলেও মাঝে মধ্যে অ্যাকাউন্ট হ্যাক হয়। এর অন্যতম কারণ পাসওয়ার্ডটি আপনি ভাবছেন খুব শক্তিশালী, আসলে হ্যাকারদের কাছে সেটা ডাল-ভাত। তাই পাসওয়ার্ড সেট করার সময় কৌশলী হতে হবে। মানতে হবে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও।

সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই সঙ্গে ওয়াইফাই, ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন ক্ষেত্রে পাসওয়ার্ড দরকারি। তাই পাসওয়ার্ড হতে হয় গোপনীয় ও ব্যক্তিগত। এ বিষয়ে অ্যাকাউন্ট ব্যবহারকারী ছাড়া অন্য কেউ জানবে না। এরপরেও অ্যাকাউন্ট হ্যাক হয়।

সাধারণত যারা হ্যাক করেন তারা বিভিন্ন সিকিউরিটি লেভেল ভেঙে অ্যাকাউন্ট হ্যাক করেন। আবার অনেকে বিভিন্ন ভাবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড জোগাড় করতে সমর্থ হয়। সেই পাসওয়ার্ড ব্যবহার করে হ্যাকিং করেন। তাই পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

পাসওয়ার্ড সেট করার সময় যেসব বিষয় নজরে রাখতে হবে

পাসওয়ার্ড যখন সেট করবেন তখন কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে হবে। ওই বিষয়গুলো মাথায় রাখলে খুব সহজেই আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। আপনার পাসওয়ার্ড থাকবে অত্যন্ত সুরক্ষিত। চলুন তাহলে জেনে নিই, যা করলে শত চেষ্টার পরেও হ্যাক হবে না অ্যাকাউন্ট-

১। পাসওয়ার্ডে অবশ্যই ক্যাপিটাল লেটার (Capital Letter) ব্যবহার করুন।
২। এর সঙ্গে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে রয়েছে, @#$%^&* ইত্যাদি।

৩। কোনো পরিচিত শব্দ পাসওয়ার্ড হিসেবে সেট করবেন না। যেমন নাম, পরিবারের কোনও সদস্যের নাম পাসওয়ার্ড হিসেবে সেট করা উচিত নয়। এর সঙ্গে জন্মসাল অনেকেই পাসওয়ার্ড হিসেবে সেট করেন। সেটাও একদম সঠিক নয়।

৪। পাসওয়ার্ড কমপক্ষে ৬ অক্ষরের বড় রাখা দরকার। এর ফলে খুব একটা হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে না।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy