“সেনাবাহিনী প্রস্তুত, শিগগিরই গাজায় শুরু হবে স্থল অভিযান”

গাজা উপত্যকায় শিগগিরই স্থল অভিযান শুরু হবে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গাজা সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাতের সময় এই ঘোষণা দিয়েছেন তিনি।

গ্যালান্ত সৈন্যদের বলেছেন, হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে শিগগিরই ইসরায়েলি সৈন্যদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

গাজা সীমান্তে অবস্থা নেয়া ইসরায়েলি সামরিক বাহিনীর গিভাতি ব্রিগেডের সদস্যদের তিনি বলেন, বর্তমানে আপনারা অনেক দূর থেকে গাজা দেখছেন। শিগগিরই আপনার ভেতর থেকে গাজাকে দেখবেন।

গাজায় স্থল অভিযানের বিষয়ে এই মন্ত্রী বলেন, শিগগিরই এই আদেশ আসবে। এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারোন ফিনকেলম্যান বলেছেন, গাজা উপত্যকায় প্রত্যাশিত স্থল আক্রমণ হবে ‘দীর্ঘ এবং তীব্র।’

গাজা সীমান্তে ইসরায়েলি সৈন্যদের সাথে সাক্ষাতের সময় তিনি বলেন, ‘এই যুদ্ধ আমাদের একটি নিষ্ঠুর শত্রুর সাথে জড়িয়ে পড়তে বাধ্য করেছে; যা আমাদের ব্যাপক ক্ষতি করেছে। তবে আমরা তাদের থামিয়ে দিয়েছি… আমরা তাদের প্রচণ্ড আঘাত করছি।’

ইসরায়েলি এই জেনারেল বলেন, এখন রণকৌশল তাদের ভূখণ্ডে লড়াইকে নিয়ে যেতে চলেছে। আমরা তাদের এলাকায় তাদের মারতে যাচ্ছি। এটা কঠিন, দীর্ঘ এবং তীব্র হতে চলেছে।

গত ১৩ দিনের হামাস-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বোমা হামলায় ৩ হাজার ৭৮৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ১২ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে ইসরায়েল থেকে প্রায় ২০০ জনকে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস।

সূত্র: টাইমস অব ইসরায়েল