চারদিকে বন্যার জল, গামলায় করে নবজাতককে রাস্তা পারাপার

বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য। চারদিকে থই থই করছে জল । এমন পরিস্থিতিতে দেখা গেলো এক ভিন্ন চিত্র। একটি ভিডিওতে দেখা গেছে যে, এক ব্যক্তি তার নবজাতককে একটি গামলায় করে কোলের মধ্যে নিয়ে জলমগ্ন রাস্তা পার হচ্ছেন।

শিলচরের কোমর পর্যন্ত জল ওই ব্যক্তির মুখ থেকে হাসি কেড়ে নিতে পারেনি। ভিডিওটি টুইটারে শেয়ার করার পর অনেকেই নানাভাবে ইতিবাচক মন্তব্য করছেন।

বন্যার মতো দুর্যোগের কারণে কষ্টে থাকলেও এই শিশুটি স্বজনদের মাঝে এনে দিয়েছে বাড়তি হাসি আনন্দ।

টানা বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যায় আসামে এখন পর্যন্ত অন্তত বন্যা ও ভূমিধসে ৮০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৩টি জেলার ৪৭ লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় চলছে উদ্ধার কাজ।


বন্যাকবলিতদের খোঁজ খবর নিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দু’বার ফোন করেছেন। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি