মারিউপোলের দক্ষিণ বন্দরে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের সময় বেঁধে দিয়ে আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে রাশিয়া।
ইউক্রেনীয় সেনাদের প্রাণে বাঁচতে মস্কোর সময় আজ রোববার সকাল ৯টা থেকে অস্ত্র ছেড়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে রাশিয়া দাবি করে, তাদের সেনারা মারিউপোলের শহরাঞ্চল দখলে নিয়েছে। সেখানে ব্যাপক যুদ্ধ হয়েছে এমন চিত্র দেখা গেছে। যদিও রয়টার্স এসব ছবি যাচাই করে নিশ্চিত হতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, ২৪ ফেব্রুয়ারির আগ্রাসনের পর রাশিয়ার দখলে যাওয়া প্রথম শহর হতে যাচ্ছে মারিউপোল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ‘মারিউপোলে ইউক্রেনীয় ও বিদেশি সেনারা আজাভস্তাল স্টিল মিলের ভেতরে আটকা রয়েছেন।’
শনিবারের বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার সামরিক বাহিনী প্রস্তাব দিচ্ছে, যারা আজ রোববার (১৭ এপ্রিল) সকাল ৬টার মধ্যে অস্ত্র ছাড়বে, তারা জীবনের নিরাপত্তা পাবে। অস্ত্র ও গোলাবারুদ ছাড়া সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত সেনারা আজাভস্তল স্টিল মিল এলাকা থেকে বের হতে পারবে।’
এ বিষয়ে ইউক্রেনের সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।