থাইল্যান্ডের বাজারে লঞ্চ হওয়ার পর Oppo A57 (2022) স্মার্টফোনের বিশেষ মডেলটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে৷ আগামী ২১শে জুন ফোনটি এদেশে পা রাখবে। জানা যাচ্ছে , 4G হ্যান্ডসেটটি অনলাইন স্টোরে পাওয়া যাবে।
মোবাইলের নাম : Oppo A57 (2022)
প্রসেসর : এই স্মার্টফোনে “Octa-core MediaTek Helio G35” প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি “Android 12” এর উপর ভিত্তি করে “ColorOS 12.1 Custom Skin” দ্বারা চালিত।
ক্যামেরা: এই স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য, “13 Megapixel Primary Shooter and 2 Megapixel Depth Sensor” ডুয়াল রিয়ার “Camera setup” দেওয়া হয়েছে।আর সামনে “8 Megapixel Selfie Camera” রয়েছে।
ব্যাটারিও চার্জার : Oppo A57 (2022) তে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।
অন্যান্য: নতুন এই Oppo A57 ফোনে থাকছে ডুয়েল সিম স্লট, 6.56 ইঞ্চির এইচডি প্লাস (720×1,612 Pixels) LCD ডিসপ্লে পেনেল রয়েছে।
বাজার মূল্য: ভারতীয় মূল্যে প্রায় 12,200 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি লঞ্চ হবে।