ধাক্কা দেওয়ার জেরে ফুড ডেলিভারিম্যানকে রাস্তায় জুতাপেটা করলেন ভারতের মধ্যপ্রদেশের এক মহিলা। শনিবার (১৬ এপ্রিল) রাজ্যের জবলপুরের রাসেল চক এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় যে, রাস্তার মাঝখানে খাবার সরবরাহকারী এক কর্মীকে জুতাপেটা করছেন এক মহিলা। আশপাশের কয়েকজন আটকানোর চেষ্টা করলেও থামার কোনো বালাই নেই। ওই কর্মীকে বেশ কয়েক বার লাথি মারতেও দেখা যায়।
ফ্রি প্রেস জার্নাল-এর এক প্রতিবেদন বলা হয়েছে, ভুল রাস্তা ধরে বাইক চালিয়ে আসছিলেন ওই কর্মী। তার বিরুদ্ধে অভিযোগ ওই সময় এক মহিলার স্কুটারে ধাক্কা মারেন। আর সেই ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। এরপর উঠে বেধড়ক মারতে থাকেন ওই কর্মীকে।
তবে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন ওই মহিলা। তখনই এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনার একটি ভিডিও তারা পেয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি এখনো।