২৬ বলে হাফসেঞ্চুরি করলেন দীনেশ কার্তিক। তিনি আইপিএলে RCB র হয়ে এক ইনিংসে মেরেছেন ৪ টি চার ও ৪ টি ছয়। তিনি বাংলাদেশের নামি বলার মুস্তাফিজুর রহমানের বলে পর পর ৪,৪,৪,৬,৬,৪ মেরে দর্শকদের মন জিতে নেন। এই মুহূর্তে ৫৮ রানে ব্যাট করছেন তিনি। তার সাথে ব্যাটিং করছেন সাহাবাজ আহমেদ।
নয়া দলে আসার পর যেন নতুনভাবে শুরু করলেন দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) প্রথম ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেললেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন অধিনায়ক।
কার্তিকের শটে মুগ্ধ হন অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি। ব্যাটে তালি দিয়ে প্রশংসা করেন।