রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ট্রেলারে চমক দিলেন শাহরুখ

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ট্রেলার। ভিএফএক্স আর অ্যাকশনে ভরা ট্রেলার দেখে এরই মধ্যে অন্তর্জালে চলছে নানা আলোচনা।

এই সিনেমা দিয়ে প্রথমবার পর্দায় জুটি হলেন রণবীর-আলিয়া।

বলিউড বাবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমায় রণবীর কাপুরের চরিত্রের নাম শিব, যিনি পৃথিবীকে রক্ষা করতে চান। তার সঙ্গী আলিয়া ভাট আছেন ইশার চরিত্রে।

তিন মিনিটের ট্রেলারে যতটা না অভিনয় দেখা গেছে, তার চেয়ে বেশি ভিএফএক্স শট। মনে হচ্ছে, এটাই বলিউডের বড় ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার।

ট্রেলারে দেখা গেছে, শিবের সঙ্গে দেখা ইশার। দ্রুতই শিব বুঝতে পারলেন, ব্রহ্মাস্ত্র পাওয়ার জন্য প্রাচীন বাহিনী যুদ্ধে লিপ্ত হচ্ছে। সেখানে দুজন ভালো মানুষকেও দেখতে পাই, তিনি অমিতাভ বচ্চন ও নাগার্জুন।

সিনেমার খলচরিত্র জুনুন হয়েছেন মৌনী রায়। অন্ধকার শক্তিকে রুখতে পরে শিব হাতে অস্ত্র তুলে নেয় এবং পৃথিবীকে রক্ষা করে।

এর আগে পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছিলেন, সিনেমাটিতে বিশেষ দৃশ্যে হাজির হবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ট্রেলারে শাহরুখ খানকেও দেখা গেছে। তিনি বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে এ বছরের ৯ সেপ্টেম্বর।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy