Tripura 12th board exam: শেষ মুহূর্তের প্রস্ততি দেখেনিন এক নজরে , থাকুন সচেতন
April 16, 2022

আগামী ২ রা মে থেকে ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া শুরু করবে। পরীক্ষা ছলবে ২৩ মে পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ইতিমধ্যে দেওয়া হয়েছে ওয়েবসাইটে।
পরীক্ষায় ভালো ফলাফলের জন্য রইলো ছাত্র-ছাত্রীদের জন্য শেষ মুহূর্তে প্রস্তুতির কিছু গুরুত্বপূর্ণ টিপস –
* সারাদিনের পড়াশোনার জন্য একটি রুটিন তৈরী করুন। রুটিনে ভাগ করে নিন কোন বিষয়ের জন্য কতটা সময় দেবেন।
* আপনার সক্ষমতা ও দুর্বলতা অনুযায়ী কোন বিষয়কে আগে গুরুত্ব দেবেন সেই বিষয়ে তালিকা প্রস্তুত করুন।
* পরীক্ষার দিন পর্যন্ত যাতে মনে থাকে সেই অনুযায়ী বারবার পড়া গুলোকে রিপিট করুন।
* সিলেবাস শেষ হলে নজর রাখুন আগের ৫ বছরের পরীক্ষার প্রশ্ন পত্র গুলি কেমন ছিল।
* কোথাও বুঝতে বা পড়তে অসুবিধা হলে অবসসই বিশেষজ্ঞ বা শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিন।