থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতেই ধর্ষণের শিকার নারী

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে থানারই সাব-ইনস্পেক্টর (এসআই) এবং তার সঙ্গীদের হাতে সংঘবদ্ধধর্ষণের শিকার হয়েছেন এক নারী।
সম্প্রতি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার পলবলে ঘটেছে আলোচিত এই ঘটনা।

অভিযোগ, তাকে একটি ঘরে আটকে রেখে তিনদিন ধরে গণধর্ষণ করা হয়। শুধু তাই-ই নয়, নারীকে বিক্রিও করে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, পলবলের বাসিন্দা ওই নারী স্বামীর বিরুদ্ধে হাসানপুর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। তখন থানায় ছিলেন এসআই শিবচরণ।

নির্যাতিতার দাবি, তার অভিযোগ নিতে অস্বীকার করেন এসআই। তার সঙ্গী বল্লির সঙ্গে থানার পাশে একটি ক্ষেতে যেতে বাধ্য করেন। সেখানে আগে থেকেই নিরঞ্জন এবং ভীম নামে দুই ব্যক্তি হাজির ছিলেন। সেই ক্ষেতেই তার উপর নির্যাতন চালান ওই তিন জন।

অভিযোগ, সেই ঘটনার ভিডিও তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন অভিযুক্তরা।

নির্যাতিতার আরো অভিযোগ, এর পরই ওই তিনজন তাকে তুলে নিয়ে গিয়ে শান্তি নামে এক নারীর বাড়িতে আটকে রাখেন। সেখানে তিনদিন ধরে তার উপর অত্যাচার চালান বল্লি, নিরঞ্জন এবং ভীম। তিন দিন আটকে রাখার পর বিজেন্দ্র নামে এক ব্যক্তির কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়। এসআই শিবচরণের উপস্থিতিতে গজেন্দ্র এবং তার এক আত্মীয় গণধর্ষণ করেন।

বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই নারীকে উদ্ধার করতে তৎপর হয় পুলিশ। তাকে উদ্ধার করা হয়। এসআই শিবচরণসহ সাত জনের বিরুদ্ধে গণধর্ষণসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার