‘ডিপ্রেশন’ থেকেই পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলি? না কী ছিল অন্য কারণ?

কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে আজ শুক্রবার দুপুরে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন।

জানা গেছে, উপ-দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক সদস্য এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। গুরুতর আহত হন একজন পুরুষ। পরে নিজের সার্ভিস গান দিয়ে নিজেই আত্মঘাতী হয় ওই পুলিশকর্মী।

খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশের বড় একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য কেন গুলি ছুড়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি কলকাতা পুলিশ।

স্থানীয়রা বলছেন, প্রায় ১২ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ঘটনার সময় ওই নারী স্কুটিতে কোথাও যাচ্ছিলেন।

এদিকে, নিরাপত্তার ঘেরাটোপে থাকা এলাকায় কী করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ উপদূতাবাস।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কমিশনার জানান, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন ওই পুলিশ কর্মী তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ। বাংলাদেশ উপ হাইকমিশনের যে কাজে ওই পুলিশ কর্মী নিযুক্ত ছিলেন সেখানে তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলেন কমিশনার। তবে বিনীত গোয়েল জানান, পার্ক সার্কাস এলাকায় অন্য কোনও ঘটনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ।

জোর দেওয়া হচ্ছে সিসিটিভি ফুটেজের উপর। তবে অবসাদের কারণেই এলোপাথাড়ি গুলি চালিয়ে নিজে ওই পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন কিনা তা তদন্ত সাপেক্ষ বলেই জানিয়েছেন পুলিশ কমিশনার। একইসঙ্গে তিনি জানান, এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম মহিলা ও বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy