লিয়াকত পাকিস্তানের জাতীয় সংসদের প্রাক্তন সদস্য ছিলেন। তবে মূলত মিমের কারণে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় ছিলেন লিয়াকত।
পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার করাচিতে খুদাদ কলোনিতে নিজের বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমিরকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বুধবার রাতেই অসুস্থ বোধ করছিলেন আমির। কিন্তু হাসপাতালে যেতে চাননি। বৃহস্পতিবার সকালে আমিরের ঘর থেকে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান কর্মী জাভেদ। দ্রুত সেখানে গিয়ে আমিরের কোনো প্রতিক্রিয়া পাননি।
অপর পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, আমিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার পারভেজ আসরাফ। আমিরের প্রয়াণে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত সংসদের অধিবেশন স্থগিত করা হয়েছে।
আমির লিয়াকত হুসেন কে?
২০০১ সালে জিয়ো টিভিতে যোগ দিয়েছিলেন আমির। সেইসময় একটি ধর্মীয় অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন। পরের বছরেই করাচি থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন। সেই জয়ের পর পাকিস্তানের মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন। দলের নির্দেশে ইস্তফা দিয়েছিলেন। তারপর আবার ২০১৮ সালের নির্বাচনে লড়াই করেছিলেন। তখন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের টিকিটে জিতেছিলেন। চলতি বছর এপ্রিলে পিটিআইয়ের হাত ছেড়ে দেন। সেইসবের মধ্যে টিভিতে সঞ্চালনা করতেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস