এবছর উচমাধ্যমিকে পাশের হার ৮৮। ৪৪ সত্তানংশ হলেও ছেলেদের পাশের হার মেয়েদের তুলনায় অনেকটাই কম। মেয়েদের পাশের হার যেখানে ৮৬.৫৮ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার ৮০ শতাংশ। শুধু তাই নয় এবার ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৬৫ হাজার ৪৬৮ জন বেশি।
প্রসঙ্গত, মাধ্যমিকের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ প্রকাশিত হলো উচ্চমধ্যমিকের ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য্য আজ শাগবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। এর আগে 2020 সালে পরীক্ষা শুরু হবার পর মাঝপথেই কোরোনার কারণে স্থগিতের হয়ে যায় পরীক্ষা।
এরপর করোনা আনহে ২০২১ এ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এবার এই প্রথম নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্তীরা। পরীক্ষা শেষ হবার ৪৪ দিনের মাথায় হলো ফল প্রকাশ।
চলতি বছরে উচ্চমধ্যমিকে পাশের হার ৮৮ শতাংশ ও রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন আদিশা শর্মা তার প্রাপ্ত নম্বর ৪৯৮।
আগামী বছর উচ্চমধ্যমিক শুরু হবে ১৪ মার্চ ও শেষ হবে ২৭ মার্চ।