SPORTS: আজ ক্রিকেট না খেলেই ডাবল সেঞ্চুরি করলেন বিরাট কোহলি, খুশি তার ফ্যানেরা

শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও যেন রেকর্ড ভাঙতে উস্তাদ বিরাট কোহলি। এবার তিনি ইতিহাস গড়লেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ফলোয়ারের (অনুসারী) মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। ক্রীড়াবিদদের মধ্যে তার চেয়ে বেশি ফলোয়ার আছে কেবল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর।

ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেও অবশ্য বর্তমানে খেলার মাঠে সময়টা খুব ভালো কাটছে না কোহলির। আইপিএলের সর্বশেষ আসরে ছিলেন অফফর্মে।

জাতীয় দলের নেতৃত্ব হারিয়েছেন আগেই। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এরপর তাকে ওয়ানডে থেকেও সরিয়ে দেয় বোর্ড। অভিমান নিয়ে তারপরই টেস্টের নেতৃত্বও ছাড়েন কোহলি।

এর মধ্যে আইপিএলে টানা অফফর্ম। ব্যাট হাতে খারাপ সময় কাটানো এই তারকাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy