আসন্ন ৬ মাসের মধ্যে চাকুরী থেকে পদত্যাগ করতে পারেন ভারতের ৬১ শতাংশের বেশি চাকুরীজীবি। সম্প্রতি এমনি তথ্য উঠে এসেছে চাকরি ও নিয়োগ সংস্থা মাইকেল পেজের সাম্প্রতিক রিপোর্টে।
চাকরি ছাড়ার কারণ হিসেবে জানা গেছে আসলে চাকুরীজীবীরা কাজের বোঝা কমাতে চান আর তার জন্য তারা বেশি টাকা ও উঁচু পদ ছাড়তেও রাজি। তারা এইমুহূর্তে মানসিক শান্তি ও সন্তুষ্টিকে প্রাধান্য দিচ্ছেন।
কোরোনার পর থেকেই বেড়েছে চাকুরী ছাড়ার হিড়িক। অনেকে চাকরি ছেড়ে নজর দিচ্ছেন সোশ্যাল মিডিয়া প্লার্টফর্মে। স্বাধীন ভাবে কাজ করে তারা বেছে নিতে চায় উপার্জনের পথ। বেসরকারি সংস্থা গুলোতে উচ্চপদে থাকা কর্মীর অভাব দেখা দিতে পারে সমীক্ষার রিপোর্ট সত্যি হলে।
প্রসঙ্গত, নতুন প্রজন্ম উপার্জন করতে চাইলেও তারা কর্মবিমুখিতায় ভুগছে। আর তাতে উৎসাহ প্রদান করেছে বিভিন্ন ছোট বড় সোশ্যাল মিডিয়া প্লার্টফর্ম। কিন্তু অন্দরে গোপন সত্যি এটাই যে কোম্পানি প্রফিট না করলে বা ঠিকমত চললে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন কমে যাবে আর তখন সেখান থেকেও কোনো উপার্জনের আশা থাকবে না।