Two Wheeler: ১০ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন Honda Activa, জেনেনিন আকর্ষণীয় অফার সম্পর্কে

জাপানি সংস্থা হোন্ডার অন্যতম জনপ্রিয় স্কুটার হলো হোণ্ডা অ্যাক্টিভা। ভারতীয় বাজারে এই স্কুটারের ১২৫ সিসির ইঞ্জিন ও মাইলেজ জনপ্রিয় করে তুলেছে। এইমুহূর্তে ভারতীয় বাজারে দু চাকার বিক্রি স্থিমিত তাই ভারতীয় বাজারে স্কুটার বিক্রি করতে সংস্থা নিয়ে এসেছে দুর্দান্ত এক ফাইন্যান্স অফার।
স্কুটারটির অন রোড প্রাইস 97,039 টাকা হলেও কোম্পানির তরফ থেকে ফাইন্যান্স প্লানিং এর অফার থাকায় অত্যন্ত কম টাকার ডাউনপেমেন্ট এই আপনারা এই স্কুটারটিকে ঘরে নিয়ে আসতে পারেন। ফাইন্যান্স প্লানিং এর সুবিধা থাকায় অনলাইন ডাউনপেমেন্ট এবং ইএমআই ক্যালকুলেটরের হিসাব অনুযায়ি 87,039 টাকার লোন অফারে আপনারা ঘরে নিয়ে আসতে পারেন এই গাড়ি।
125 সিসি রেঞ্জের একটি অত্যন্ত জনপ্রিয় স্কুটার হলো হোন্ডা এক্টিভা 125 প্রিমিয়াম এডিশন ভ্যারিয়ান্ট। ব্যাংকের মাধ্যমে যদি আপনি লোন করেন সেক্ষেত্রে প্রতি মাস হিসাবে 2,796 টাকার এমআই এর বিনিময় ঘরে আনতে পারেন এই স্কুটারটিকে। জেনে রাখা ভালো, বাইকটির ওপর যদি আপনি লোন করেন সেক্ষেত্রে আপনাকে সুদ দিতে হবে 9.7 শতাংশ হারে এবং এক্ষেত্রে আপনি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন।