ফের গণধর্ষণের অভিযোগ শান্তিনিকেতন এলাকায়। চড়ক মেলা দেখতে এসে গণধর্ষণের শিকার হতে হল এক আদিবাসী নাবালিকাকে। নির্যাতিতার পরিজনেরা জানিয়েছেন, সর্বানন্দপুরে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। চড়ক মেলা দেখাই মূল উদ্দেশ্য ছিল তার। এরপর বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বন্ধুর সঙ্গে সে বাড়ি ফিরছিল। সেই সময় আচমকাই পাঁচজন যুবক জোর করে তাকে নদীর ধারে নিয়ে যায়।
সেখানেই ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তার বন্ধু বাধা দিলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে জানা গিয়েছে। নির্যাতিতাকে বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তিনিকেতন থানার পুলিস ইতিমধ্যেই পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কোন অভিযুক্তকেই গ্রেপ্তার করা যায়নি।
খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে যান অতিরিক্ত পুলিস সুপার। এরপর এডিজি ওয়েস্টার্ণ জোন সঞ্জয় সিং এবং আইজি বর্ধমান রেঞ্জ ভরতলাল মিনা অকুস্থল পরিদর্শন করেন। অভিযুক্তদের খোঁজে এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিস। জেলা পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।